মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি::
ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাজারো হাফেজের উস্তাদ ও স্টুডেন্ট এসোসিয়েশন হেল্পিং ফাউন্ডেশন অব ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ❝ উপদেষ্টা ❞ আলহাজ্ব হাফিজ মিছবাহ উদ্দিন সাহেবের জানাযা ও দাফন
৭ ডিসেম্বর (শনিবার) বাদ আসর ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সম্পন্ন হয়েছে।
ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজায় ইমামতি করেন, ছোট ছেলে হাফিজ নুর মো: শাহ আনহার।
জানাজা পরবর্তী দুয়া পরিচালনা করেন আল্লামা ফুলতলি (রহ.)- এর ছাহেবজাদা মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
জানাজার পূর্বে মিয়াছাবের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রা:) সৌযগ্য ছাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী, চান্দাইপাড়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছরওয়ারে জাহান,মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা,
হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব, সংপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ,বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেমান আহমদ, হযরত মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি,মাওলানা শুয়াইবুর রহমান সাহেব,রফিকুল ইসলাম খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ,সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, সিলেট জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, হযরত মাওলানা আবুল কালাম আজাদ,ইবনে সিনা হসপিটাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,
গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
লতিফিয়া কারী সোসাইটি গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, হযরত মাওলানা রজব আলী সাহেব, হযরত মাওলানা আব্দুল বাছিত সাহেব, হযরত মাওলানা হাফিজ ফাতির আহমদ সাহেব,আমেরিকা প্রবাসী,মাওলানা এনামুল হক,মাওলানা শানে আরিফিন, হাফিজ আব্দুল আজিজ,
মাওলানা ওয়ালিউর রহমান,মাওলানা আব্দুল আাহাদ জিহাদি সাহেব,মাওলানা সদরুল আমিন জগন্নাথপুরি, মাওলানা গোলাম শাহ আলী,তালামীযে ইসলামীয়া সিলেট মহানগরীর সভাপতি হোসাইন আহমদ,সিলেট পূর্ব জেলা সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুস সোবহান সাহেব, হযরত মাওলানা আবুল কালাম সাহেব, হযরত মাওলানা হফিজ আব্দুল মুক্তাদির বর্ণী,খানম আহমদ দাখিল মাদরাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম,
হযরত মাওলানা হাফিজ শামসুল ইসলাম সাহেব, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান,গোলাপগনজ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নাবেদ হোসাইন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সভাপতি গোলাম কিবরিয়া, উত্তরের সভাপতি শিপু আহমদ প্রমূখ।
শেয়ার করুন