চুনারুঘাটে বন্যার্তদের মধ্যে সায়হাম গ্রুপে ত্রান সামগ্রী বিতরণ

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ৮ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(৩১ আগষ্ট) সকালে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্টান সায়হাম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে দৌলতপুর, রাজারবাজার ও শানখলা এলাকায় এক হাজার লোকজনের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সায়হাম গ্রুপের পরিচালক সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক কবির সরকার,চেয়ারম্যান নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,যুবদল আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক,কাউন্সিলর জালাল আহমেদ,মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,সহ-সভাপতি অলি উল্লাহ,পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর গোলাপ খান,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমূখ। সৈয়দ শাহজাহান বলেন, বস্ত্রখাতের দেশের অন্যতম রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছর যে কোন দুর্যোগকালে মানুষের কাছে মানবিক সহায়তা নিয়ে পাশে দাড়ান। এছাড়া দলমতে নিবিশেষে,শিক্ষা, চিকিৎসা, যেকোন আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *