ছাতকের কৃতি সন্তান সৌমিক সিংহ পিএইচডি ডিগ্রি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমিক সিংহ পিএইচডি ডিগ্রি অর্জন করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ২৪ আগষ্ট ভোর ৩.২০ মিনিটে ঢাকা থেকে ঢাকা-বোস্টন ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সৌমিক সিংহ, ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে প্রভাষক হিসেব যোগদান করে চাকুরী জীবনে পদাপন করেন তিনি। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এখানেই। তিনি উচ্চতর ডিগ্রি লাভের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অবস্থিত বোস্টন ইউনিভার্সিটি’তে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করতে যাচ্ছেন। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষাই তিনি মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। প্রাইমারী সমাপনী ও জেএসসি পরীক্ষা তিনি ট্যালেন্টফুলে বৃত্তি লাভ করেছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করে তিনি সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হন। সৌমিক সিংহ ছাতকের ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের বাসিন্দা প্রখ্যাত ডাক্তার পরেশ সিংহ ও গৃহিনী সুমিলা সিনহার জ্যেষ্ঠ সন্তান। তিনি তার উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আশির্বাদ ও দোয়া প্রার্থী। এদিকে সৌমিক সিংহ’র উত্তর-উত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, ইউপি সদস্য শফিক আলী, ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঘুমনি সিংহ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইসলামপুর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান কামরুল।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *