সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ওয়াবদা সংলগ্ন রওশন কমিউনিটি সেন্টারে তরুণ যুব সংঘের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে বয়ান পেশ করেন। হযরত মাওলানা আলী আসগর খান, আরবী প্রভাসক, ছাতক জালালীয়া ফাজিল মাদ্রাসা। ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা কারী গিয়াস উদ্দিন, বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু লেইছ ফারুকী, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, ইমাম ও খতিব ছাতক পিজিসিবি জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফতি হযরত মাওলানা এম এ মজিদ হবিগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন ছাতক জালালীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরশ আলী, ব্যবসায়ী আবুল কালাম, ছায়েদ মিয়া, নজির মিয়া, আব্দুল জলিল, সাংবাদিক সেলিম মাহবুব, তরুণ ও যুব সংঘের মিনহাজ আহমেদ, সাকিল আহমদসহ প্রমুখ।
শেয়ার করুন