ছাতকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার সমাপ্ত

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। বৃস্পতিবার ফাইন্যাল খেলার মধ্যদিয়ে উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় জাউয়াবাজার ইউনিয়ন ১৭ টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। বালকদের মধ্যে চ্যাম্পিয়ান হয় আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ান কপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানারআপ দক্ষিণ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকালে উপজেলার জাউয়া বাজার ডিগ্রি কলেজ মাঠে ২ দিন ব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এ উপলক্ষে দেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মিসবাহউজ্জান শিলুর পরিচালনায় উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, ইউ আর সির ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। খেলা পরিচালনায় করেন, সহকারী শিক্ষক আব্দুর রর ও আল আমিন। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *