ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি যান্তিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রতিটি প্রায় সাড়ে ৩০ লক্ষ টাকা মূল্যের ২টি কম্বাইন হারভেষ্টার মেশিন কৃষকদের মাঝে আনুষ্ঠানিক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুল আলম শুভ, এ ই ডবিøউ আনিসুর রহমান, উপ সহকারী কর্মকর্তা সুহেব মাহমুদ, নাজমুল হক, এনামুল ইসলাম পারভেজ, মেটাল কোম্পানীর প্রতিনিধি অতিশ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার দোলাবাজার ইউনিয়নের জটি গ্রামের কৃষক জুয়েল আহমদ ও রুবেল আহমদের হাতে কম্বাইন হারভেষ্টার মেশিনের চাবী তুলে দেন অতিথিবৃন্দ। কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, বিতরণকৃত একটি কম্বাইন হারভেষ্টার মেশিনের বর্তমান বাজার মূল্য ৩০ লক্ষ ২০ হাজার টাকা। দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে ধান কাটার কম্বাইন হারভেষ্টার মেশিন তুলে দিচ্ছে। ##
শেয়ার করুন