দোয়ারা বাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে অবৈধ নাম্বারবিহিন ২ চুরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সিলেট আর্মড পুলিশের একটি চৌকস টিম।
রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক (অতিঃ ডিআইজি)’র দিক নির্দেশনায় অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক-সুরমা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছই গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ আফজালুর রহমান(২৫) , ও ছাতকের মাধবপুর গ্রামের কয়েছ মিয়ার ছেলে সাইদুল ইসলাম(২৪) মোটরসাইকেলসহ আটক করেন।
এসময় আফজালুর রহমান রায়হান বহনকৃত লাল রংয়ের 150-CC, YAMAHA FZS-V-3 , মোটর সাইকেল, যাহার চেসিস নং-MMIRG6694M0017228, ইঞ্জিন নং- G3NSE0141804, মূল্য অনুমান= ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং মোঃ সাইদুল ইসলাম বহনকৃত কালো রংয়ের BAJAJ-DOMINAR, 400-CC, মোটর সাইকেল, যাহার চেসিস নং-অস্পষ্ট, ইঞ্জিন নং- JFYCJC17662, মূল্য অনুমান=৫,২০,০০০ /- (পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা সর্বমোট =৭,৬০,০০০/- (সাত লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার পূবর্ক সন্ধা সাড়ে ৫ টায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে আটক করা হয় ।
অবৈধ ভাবে চোরাই মোটরসাইকেল নিজ হেফাজতে রাখায় অত্র ইউনিটের এস আই (নিঃ) মুহাঃ ইয়ার হোসেন বাদী হয়ে The Special Power Act 1974, 25 B(1)(b)(2) ধারায় ছাতক থানায় এজাহার দাখিল করেন । যাহার মামলা নং-০৭, তারিখ ১১/১২/২০২২ খ্রিঃ।
শেয়ার করুন