ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গণ অনশন

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

সাাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়ন সহ ৭ দফা দাবীতে ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবীতে শনিবার সকাল থেকে-বিকেল পর্যন্ত গণ অনশন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী পালনকালে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল পালের পরিচালনায় অনুষ্ঠিত গণ অনশন কর্মসূতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, নারী নেত্রী শিখা রানী দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় রায়, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক বাবুল পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কালিদাস পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, শিক্ষক পংকজ কুমার দাস, দুলন তরফদার প্রমুখ। এসময় স্থানীয় সনাতন ধর্মীয় নেতা সত্য রঞ্জন ঘোষ, হরিপদ পোদ্দার, কালীবাড়ী পূজা কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণদাস রায়, শ্রীচৈতন্য সংঘ পূজা কমিটির সভাপতি লিটন ঘোষ, স্থানীয় সনাতন ধর্মীয় নেতা তনু রায়, সমরজিৎ কর, মুন্না আচার্য, সুশিল রায়, নারদ রায়, মনজিত ঘোষ, বিজয় পোদ্দার, কেশব পাল, শিক্ষক তমাল পোদ্দার, গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পূজা কমিটির সভাপতি সাগর দাস টিটু, সাধারন সম্পাদক তপু রায়, স্থানীয় সনাতন ধর্মীয় নেতা সৌরভ দাস, রাজন দাস, নারায়ন পাল, অভিজিত পাল সহ সনাতন ধর্মালম্বি সনাতন ধর্মীয় নেতা ও লোকজন উপস্থিত ছিলেন। গণ অনশন কর্মসূচী চলা কালে বিকেলে ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়ার সেবায়িত হিমাদ্রী শেখর গোস্বামী মহর অনশনকারীদের চরানামৃত পান করিয়ে অনশন ভঙ্গ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *