সেলিম মাহবুব,ছাতকঃ
শুক্রবার (৫ আগষ্ট) রাত ৯.০০ ঘটিকায় ছাতক বাজার শ্রী-শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। শ্রী-শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সঞ্জয় করকে সভাপতি, তপু রায়কে সাধারণ সম্পাদক ও চিরঞ্জীব দে চয়নকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ছাতক বাজার সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ২০২২ ইং গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, মহন্ত কুমার রায়, রবীন্দ্র কুমার দাস, নিতাই রায়, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, গোবিন্দ ঘোষ, গনেশ পোদ্দার, জুয়েল রায়, সাগর তালুকদার টিটু, রাজন দাস, প্রদীপ কুমার দাস সুইট ,সৌরভ দাস,সাগর রায়,অশক দে, অজয় দাস, অমিত মহালদার, ওম রায়,দ্বীপ দেব, গৌরব ঘোষ, পীযুষ মালাকার, পিন্টু দেব,রাহুল কর, সুষ্ময় ঘোষ, রাজু কর,শৈব দে প্রমুখ।