রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মাধবপুরের ছেলে সাদেক মিয়া।বুধবার(১৫ ফেব্রুয়ারি) বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিকে বর্ধিত করা হয়েছে। উক্ত কমিটিতে তিনি সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে নুর রহমানের ছেলে। রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এর আগেও তিনি ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ওগণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।
শেয়ার করুন