পূর্ব শত্রুতার জেরে সিলেট নগরীতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৮।
মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ সভাপতি হিরন মাহমুদ নিপুসহ ১০ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খুনের ঘটনায় আগেই আটক দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যাকান্ডের পরপরই কাউন্সিলর হিরন মাহমুদ নিপু পলাতক রয়েছেন বলে জানান তিনি।
এর আগে সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেইট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শাহী ঈদগাহ টিভি গেইট এলাকার ফটিক মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নগরীর পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাচ্চু মিয়ার পুত্র রনি(২১) ও কামাল মিয়ার পুত্র মামুন মজুমদার (২৮)। তারা দুজনেই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী।
শেয়ার করুন