শিক্ষা ছুটিশেষে কর্মস্থলে যোগদান করছেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষিকা। আগামী ৩০ দিনের মধ্যে চাকরিতে যোগদান না করলে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষকের নাম পায়েল বড়ুয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
তিনি বলেন, শিক্ষা ছুটিতে গিয়ে অনেকে আর দেশে ফিরে আসেন না। অনেকে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়ে। কেউ অফিসে যোগদানে বিলম্ব করলে আমরা তাকে প্রথমে একবার নোটিশ পাঠাই, তার উত্তর না আসলে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়। এরপরও ওই শিক্ষক কাজে যোগদান না করলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
৩০ দিনের মধ্যে কাজে যোগদানের জন্য তাকে চূড়ান্ত নোটিশ করা হচ্ছে। এরপরও তিনি কাজে যোগদান না করলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
এ বিষয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামিম আহমেদ জানান,তিনি শিক্ষা ছুটি শেষ হওয়ার পর অফিসে যোগদান করেননি। কেন যোগদান করেননি এ ব্যাপারে আমি কিছু জানি না। তার সাথে আমার কোনভাবে যোগাযোগ হয়নি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত পায়েল বড়ুয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেয়ার করুন