নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাতের এক ছাত্র পানিতে ডুবে মারা গেছেন বলে দাবি করছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি কর্তৃপক্ষ। নিহত ছাত্রের নাম রিয়াজ উদ্দিন (১৮)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১২ রমজান) বিকেলে ফুলতলী মাদ্রাসার ছাত্রাবাস সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাহমুদ হাসান চৌধুরী নামে প্রয়াত কারী আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির একজন নাতি তার ফেসবুক পোস্টে লিখেন, বিকেলের পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সহপাঠীরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরঘাটে তার কাপড় ও সাবানদানি দেখতে পান। ইফতারের পর শিক্ষকদের বিষয়টি জানানো হলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিয়াজ উদ্দিন অন্য শিক্ষার্থীদের সঙ্গে পুকুরে গোসল করছিলেন। এতে সন্দেহ হলে রাত ৯টার দিকে পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি আরও দাবি করেন ছেলেটির পরিবার থেকে তারা জানতে পেরেছেন ছেলেটি মৃগী রোগে আক্রান্ত ছিলো।
মৃত ছেলেটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছেলেটি সম্পুর্ন সুস্থ ছিলো এবং সে কখনো মৃগী রোগে আক্রান্ত ছিলো না। তারা দাবি করেন তারা ফুলতলী কর্তৃপক্ষকে কখনো বলেন নি যে মৃত ছেলেটি মৃগী রোগে আক্রান্ত। তারা মাহমুদ হাসান চৌধুরীর বক্তব্যকে মিথ্যা বলে আখ্যায়িত করেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং উনারা সিসিটিভি ফুটেজ সহ বিষয়টি খতিয়ে দেখছেন বলে প্রতিবেদককে জানিয়েছেন।
সিসিটিভি ফুটেজ সনাক্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
শেয়ার করুন