বিশ্বশান্তি কল্পে পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের শূভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি এ ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস, ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ।
ইসকন সিলেট মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রদান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া তীব্র গরমে নগরীর প্রধান সড়কগুলোতে চাপ থাকলেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। পাশাপাশি হোন্ডা টিম, মোবাইল টিমও কাজ করছে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহন করেছে ইসকন সিলেট।
আজ বুধবার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার বিশ্বশান্তি মঙ্গল কামনায় বৈদিক হোমযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর আলোচনা সভা ও রাতে মহাভিষেক অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ইসকন প্রতিষ্টাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৭তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উৎসব পালিত হবে। এ উপলক্ষে মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন