কানাইঘাট প্রতিনিধি ঃ
কানাইঘাট পৌরসভার প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমার নিজ ওয়ার্ডের ১২০ টি দরিদ্র অসহায় শ্রমজীবী পরিবারের মধ্যে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিলাম।
পবিত্র ঈদুল আযহা প্রতিটি মুসলমানের জন্য একটি পবিত্র দিন।পবিত্র ঈদুল আযহা হচ্ছে ত্যাগের মহিমায় নিজেকে মহিমান্বিত করার দিন।আসুন,আমরা পবিত্র এই দিনের তাৎপর্যকে উপলব্ধি করে আমরা ত্যাগের মহীমায় উদ্বোদ্ধ হই।ত্যাগ করতে শিখি।ভোগে সুখ নয়,ত্যাগেই প্রকৃত সুখ।
সবাই সুস্থ সুন্দর থাকুন।পবিত্র ঈদ বহে আনুক দেশ ও জাতীর জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধি। আমার প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী সহ সমগ্র কানাইঘাট পৌরবাসীর জন্য আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।আমীন।
পরিশেষে দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বিনীত
মোঃ জমির উদ্দিন
কাউন্সিলর
৭ নং ওয়ার্ড
কানাইঘাট পৌরসভা