জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।’
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার এমনটাই জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসকে। গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন বিএনপিসহ রাজনৈতিক দলের নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যুতে জাতীয় ঐকমত্য চায় জাতিসংঘ। বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।
শেয়ার করুন