‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার শত কোটি টাকার অনুদান

জাতীয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, “আমরা আজকেই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে ১০০ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করেছি।

“আমি দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের ত্রাণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আহত অবস্থায় আছেন তাদের চিকিৎসা শুরু করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসা যত বিলম্ব হবে তাদের ক্ষতির পরিমাণ তত বাড়বে। এজন্য সকলের কাছে অনুরোধ আপনারা যতটুকু সম্ভব এই ফান্ডের পাশে এসে দাঁড়াবেন।”

অনুষ্ঠানের ডাক টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, ফাউন্ডেশনের প্রাথমিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে আহতদের জন্য জরুরি আর্থিক সহায়তা। পরবর্তীতে তাদেরকে এককালীন একটি অনুদান দেওয়া হবে এবং মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।

এই স্মৃতি ফাউন্ডেশন থেকে অভ্যুত্থানের ডকুমেন্টেশন করা হবে বলে জানান তিনি।

“যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের পরিবার একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের কাউন্সেলিংয়ের জন্য একটা মেন্টাল হেলথ কাউন্সেলিং করা হবে। অভ্যুত্থানের ডকুমেন্টেশনের প্রচার-প্রচারণার মাধ্যমে একটা বৈশ্বিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হবে,” বলেন উপদেষ্টা নাহিদ।
অচিরেই হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণের ঘোষণা দিয়ে নাহিদ বলেন, “জরুরি আর্থিক সহায়তাটি আমরা সবার আগে শুরু করতে যাচ্ছি। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে একশ কোটি টাকার একটি ফান্ড দেওয়া হয়েছে।

“এটি একটি ওপেন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশে ও দেশের বাইরে সবাইকে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, যাতে আমরা উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি। শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারি।”

প্রধান উপদেষ্টার প্রাণ তহবিলে বন্যার্তদের জন্য যে অনুদানগুলো আসছে, সেটা থেকে এই অনুদান আলাদা বলে জানান তিনি।

“প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন, সেই জায়গা থেকে এখানে টাকাটা দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের অনুদানটা আমরা গ্রহণ করলাম। এখন আমরা সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি। সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ চলতে থাকবে, পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে।”

এক প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আর শহীদের সংখ্যা প্রায় আটশ।

“এখন পর্যন্ত ৭০০ শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। যোগাযোগ সম্পন্ন হলে যে স্মরণ সভার প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি করা হবে।”

অনুষ্ঠানের যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *