বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক পুরকায়স্থ সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম এহিয়া চৌধুরী সুহেল।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ। তাকে সহযোগীতা করেন সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিত।
এবার নির্বাচনে মোট এক হাজার ৭৩৩ ভোটারের বিপরীতে ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার (১২জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোট গণনা শেষে সকালে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী অশোক পুরকায়স্থ। তিনি পেয়েছেন ৬২৩ ভোট। এই পদে মো. সামছুল হক ৫৭৫, সরোয়ার আহমদ চৌধুরী আবদাল- ২২৩ ভোট পান।
সহ-সভাপতি ১ পদে ওলিউল্লা মারুফ ৬৬৪, কামাল হোসেন ৭১৫ ভোট পান। সহ-সভাপতি ২ আব্দুর রহিম – ৬২৯, মো আব্দুল হান্নান – ১৬৯, নূরুল আমিন – ৪৮০ ভোট পান।
সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী (সুহেল) – ৯১৫, জুবায়ের বখত – ২৭৯, মোস্তফা দিলোয়ার- ১২৪, মহসিন আহমদ- ৮৫।
যুগ্ম সম্পাদক ১ পদে মোঃ তাজ রিহান- ১৩২, সালেহ আহমদ – ৫৫৮, সলমান উদ্দিন – ৭১৮, যুগ্ম সম্পাদক ২ মাসুম আহমদ – ২৩৯, দেলোয়ার হোসেন – ৫০৮, সাইফুর রহমান – ৬২৩।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মোঃ মাহবুব হোসেন -৬১২, মোঃ মতিউর রহমান-৭৫৪, লাইব্রেরী সম্পাদক রন্জু দেবনাথ-৮২৮, হেনা বেগম-৫৩২, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌ- ৮৪৭, শ্যামল সিংহ- ৪৮২।
সহ-সম্পাদকের ৩টি পদে এ এইচ এম ওয়াসিম-৪৭২,ওয়াজি উদ্দিন তারেক-৪২৮, নাদিম রহমান- ৭০৭, নজরুল ইসলাম- ৪৩৮, বদরুল ইসলাম শিপন- ৩৫৬, মোঃ মোজাক্কির হোসেন- ৩৯১, তোফায়েল আহমদ- ৫৫৮, রেশমা ইয়াসমিন চৌধুরী- ২৩৬, মোহাম্মদ হানিফ- ১৪৭ ভোট পেয়েছেন।
কোন প্রার্থী না থাকায় সহ সমাজ বিযয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে যথাক্রমে, মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯৩১, মো. আখতার হোসেন খান ১০২৫, আবু মোহাম্মদ আসাদ ৮০৬, মো. আব্দুল ওদুদ ৮৯৩, আব্দুল মান্নান চৌধুরী ৯৬৮, মো. আব্দুল মালিক ৯০৯, আশিক উদ্দিন আশুক ৮৩৩, এমাদ উদ্দিন ৮১৮, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৮৯২, নোমান মাহমুদ ৮৬২ ও রাজ উদ্দিন ১০০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শেয়ার করুন