বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’ জৈন্তাপুর উপজেলা শাখার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর-২০২৪ খ্রি: শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এইশিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, বিশেষ অঅতিথি ছিলেন সিলেট জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান অতিথি’র বক্তব্যে উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকার দেশকে একনায়তন্ত্রে পরিণত করেছে। আল্লাহ আমাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে থেকে মুক্তি দিয়েছেন। জামায়াতে ইসলামী সকল জনশক্তি ইসলামের আলোকে নিজের জীবন গঠন করা এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। শিক্ষা শিবিরের প্রধান বক্তা আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, ২৮ শে অক্টোবরের ইতিহাস বাংলার মানুষ ভুলে যায়নি,তাই ফ্যাসিবাদের সাথে কোন আপোষ করা হবে না, হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে ফ্যাসিবাদ আবার মাথা তুলতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত টেন্ডার মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জৈন্তাপুর উপজেলা শাখার আমীর নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম কিবরিয়ার পরিচালনায় আয়োজিত শিক্ষা শিবিরে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি/সেক্রেটারি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।