সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) জৈন্তাপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন সড়ক দুর্ঘটনায় নিহত নিহালে পিতা উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পাল। মামলা নং-০৯।
রোববার (২১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সম্রাট তালুকদার। তিনি জানান, মামলাটি তামাবিল হাইওয়ে পুলিশ তদন্ত করছে।
এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী প্রাণ হারান।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নিহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের(২৪), নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন(২৩)।
শেয়ার করুন