ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২’ লাভ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল।
সম্প্রতি রাজধানী ঢাকার ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এম এ হান্নান বদরুলের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় এম এ হান্নান বদরুল বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লেগেছে। উৎসাহ পেয়ে আমি খুবই আনন্দি হয়েছি। যারা আমাকে এ্যাওয়ার্ড প্রদান করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শেয়ার করুন