হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন।
শনিবার সন্ধ্যার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান এবং রাত পৌনে আটটার দিকে বের হয়ে আসেন।
ডিবির সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে এসেছিলেন, আবার চলেও গেছেন।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, ব্যক্তিগত মোবাইল ফোন নিতে ডিবি কার্যালয়ে এসেছিলেন। গ্রেপ্তারের সময় ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছিল।
তবে মোবাইল ফোনটি ফিরে পেয়েছেন কি-না এই সংক্রান্ত প্রশ্ন করলে হেফাজতের এই নেতা উত্তর না দিয়ে প্রাইভেটকারে ডিবি কার্যালয় ত্যাগ করেন।
চলতি বছরের তিন মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক।
শেয়ার করুন