কুমিল্লায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার গোমতী নদীর পানি আরও বেশি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গোমতির নদী দুই পাড়ের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র সদর উপজেলার অন্তত ১২টি জায়গায় দেখা দিয়েছে।
এর আগে গতকাল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়া যায় বাঁধের ভেতরকার সবগুলো গ্রাম। এই দুই দিনের প্লাবনে কুমিল্লা জেলায় অন্তত ৪ হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় মহাসরকের ওপর হাঁটুপানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফেনীর ফাজিলপুর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এ ছাড়া চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট এলাকার বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান বলেন, নদীর তীরবর্তী সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার আহ্বান করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের জন্য কাজ করা হচ্ছে। ভারতীয় ঢল ও বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে না।