সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নুরুল আমিন (৫৮)উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাছুড়া গ্রামের বাসিন্দা মৃত কাচা মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিজুরী ইউনিয়নের ছোট জঙ্গলে ধর্ষণের ঘটনাটি ঘটে।
ঘটনার পর বিষয়টি প্রতিবন্ধী কিশোরীর পরিবার স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মেম্বারকে জানালে বিচার সালিশে সমাধান করার কথা জানানো হয়। কিন্তু ঘটনার তিনদিন পার হলেও কোনো পদক্ষেপ না নেয়ার তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর পরিবার।
কিশোরীর পরিবার জানায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর নিজ বাড়ি থেকে সকালে তাহিরপুর সদরে প্রতিবন্ধী স্কুলে যায়। স্কুলে নির্দেশনা দেয়া হয় যারা স্কুলে আসেনি তাদের স্কুলে আসার কথা জানাতে। সেই মত দুপুরে স্কুল ছুটির পর ঐ কিশোরী লোহাছড়া তার আরেক বান্ধবীকে জানাতে যাওয়ার সময় লোহাচুড়া সড়কের পাশে একটি ছোট জঙ্গলে ঐ প্রতিবন্ধী কিশোরকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক নুরুল আমিন ধর্ষণ করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, এই বিষয় গুরুত্ব সহকারে দেখতেছি।
শেয়ার করুন