তেলিখাল ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির অনুমোদন

সিলেট

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় চাটিবহর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মো. আবরু মিয়ার সভাপতিত্বে ও নাজির আহমদ মাস্টার এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফতাব আলী কালা মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজলু পাঠান, সদস্য শাহ আলম।

সভায় সর্বসম্মতিক্রমে নাজির আহমদ মাষ্টারকে সভাপতি ও সায়েদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আব্দু মিয়া, মো. জৈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম খাঁ, সৈয়দ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আরস আলী, উপদেষ্ঠা মো. আবরু মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *