অসহায় মানুষদের ঈদ আনন্দে শামিল
করতে সাধ্যমত এগিয়ে আসুন
—–মোহাম্মদ শাহজাহান আলী
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগত। রমজান থেকে শিক্ষা নিয়ে শ্রেণী ভেদাভেদ ভুলে সামাজিক সম্প্রীতির বন্ধন সুদূঢ় করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার উদ্যোগে ২৫নং ওয়ার্ডের খোজারখলা এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি মো: সোহেল রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬নং ওয়ার্ড সভাপতি এম এ ওয়াদুদ, ২৯নং ওয়ার্ড সেক্রেটারী বদরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সেক্রেটারী জাবেদ আহমদ, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, মাহতাব উদ্দিন, হাফিজ আব্দুল মালিক ও কাজী সাইদুল হাসান প্রমূখ। বিজ্ঞপ্তি
শেয়ার করুন