সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার ও এর ভেতর থেকে দুটি গাভী জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হুমায়ুন রশীদ চত্বরস্থ ফেঞ্চুগঞ্জ সড়কের সামনে থেকে এগুলো জব্দ করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-২১৬৬) প্রথমে আটক করা হয়। পরে এর ভেতরে কালো রংয়ের মাঝারি আকারের দুটি গাভী পাওয়া যায়। এগুলো চুরি করে আনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার এসআই রেজাউল জানান, গরুগুলো থানা হেফাজতে রয়েছে। এগুলোর প্রকৃত মালিক থানায় যোগাযোগ করতে পারবেন।
শেয়ার করুন