দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারী) রাতে দক্ষিণ সুরমায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক (মল্লিক) এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনা শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। তিনি বলেন জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রক্ষমতা জবরদখলকারী আওয়ামী সরকারকে অচিরেই জনরুষে পড়ে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। ফ্যাসিবাদের বিরোদ্ধে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ক্ষমতাসীন এই অবৈধ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। কিন্তু জনতার জোয়ারে তারা ভেসে যাবে। তাই সবাইকে আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের অস্তিত্ব রক্ষায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীতেও সেই ধারা অক্ষুণ্ণ রেখে এক দফার আন্দোলনকে ত্বরান্বিত করতে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক দল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আলী মো নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সারোয়ার রেজা, কায়ছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম চৌধুরী লাহিন, আব্দুল আমিন, কয়েছ আহমদ, দিহান আহমেদ হারু।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ তালুকদার, ইমন আহমদ, জাহাঙ্গীর হোসেন লকুছ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকতি মুকুল, আবু রায়হান রাজু, সাহেদ আহমদ, এনামুল হক টিপু, হেলিম হোসেন, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *