দরগাহ হযরত শাহজালাল রঃ এইড অর্গানাইজেশনের উদ্দ্যেগে শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ কর্মসুচির অংশ হিসেবে আজ হযরত শাহজলাল মাজার প্রাঙ্গনে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, দরগাহ হযরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদিম পরিবারের মুফতি মোঃ হাসান, মুফতি মো. সোহেল, সৈয়দ তৌফিকুল হাদী,মুফতি আব্দুল খাবির, সৈয়দ মো. তাহের, মুফতি মোহতাসিম বিন হাসান, ফখরুল আলম খান, মুফতি শাহান, দাঈম সিদ্দিকী, ইউসুফ ফতহুল জাফর, আব্দুল্লাহ নাছিফ চৌধুরী।
শেয়ার করুন