
সিলেট বিভাগে বিএনপির ১৪ নেতার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এফ এ এম শাহজাহান, মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুজ আজিজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ স ম আফজাল আলী রুস্তম, মাধবপুর উপজেলার সাবেক তথ্য ও গবেষণাবিয়ষক সম্পাদক মো. এখলাছুজ্জামান ভূইয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী, কৃষকদল কেন্দ্রীয় সংসদরে সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সদস্য আরিফুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া, সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছবি চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্ব্চেছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল মজিদ, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, তাহেরপুর উপজেলার অন্তর্গত বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম, মধ্যনগর উপজেলার অন্তর্গত বংশীকুন্ডু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন


