দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে ড.মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে  কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

উল্লেখ্য- গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।

২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *