দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমি। পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কাহার, সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, বাসস্ট্যান্ড স্থানান্তর বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব আবুল কাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, পৌর জমিয়তের আহবায়ক হাফিজ হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, যুব নেতা সুমন মিয়া, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আইয়ুব খান প্রমুখ। উপস্থিত ছিলেন জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়ত ও বিভিন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ। বক্তারা বলেন, দিরাই বাসস্ট্যান্ডে এলোপাতাড়িভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। এতে অসহনীয় যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। দিরাইবাসী সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থার পরিত্রাণ পেতে বাসস্ট্যান্ড স্থানান্তর করতে হবে। দায়িত্বশীলরা এ বিষয়ে পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
শেয়ার করুন