দিরাইয়ে বিএনপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

সুনামগঞ্জ

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২২ডিসেম্বর) রাতে পৌরশহর বাজার এলাকা থেকে পূর্বের দায়ের করা নাশকতার মামলায় মিজানকে গ্রেপ্তার করে। জানা যায়, বিএনপির এই নেতার বিরুদ্ধে হরতাল অবরোধের নাশকতার মামলার অভিযুগ রয়েছে ।

সুনামগঞ্জ জেলা যুবদল সহ-কর্মসংস্তান বিষয়ক সম্পাদক ও দিরাই পৌর যুবদল আহবায়ক মহিউদ্দিন মিলাদ বলেন, আ.লীগ সরকারের পুলিশের দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও অনতিবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানাই।

দিরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তার বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলা রয়েছে। এ কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিরাই থানা পুলিশ বিএনপির এই নেতাকে গ্রেফতার করে শনিবার সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *