দিরাই ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে প্রতিভাবান হাফেজের সন্ধানে শানদার হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিভাবান হাফেজের সন্ধানে শানদার হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী দিরাই বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন ‘দিরাই ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে দিরাই উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার অর্ধশতাধিক প্রতিযোগি অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ক ও খ গ্রুপে মোট ১৫ জন প্রতিযোগি চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। চুড়ান্ত পর্বে ক গ্রুপ (১০ পারা) থেকে নাদিয়াতুল কোরআন সাকিতপুর মাদ্রাসার ছাত্র সিয়াম ইসলাম তায়েফ প্রথম স্থান, একই মাদ্রাসার তানভির আহমদ দ্বিতীয় স্থান ও চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আদনান হোসাইন তৃতীয় স্থান অর্জন করেন।

খ গ্রুপ (৩০ পারা) থেকে বিজয়ী হয়েছেন, কুলঞ্জ বরইতিয়র দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ উল্লাহ, একই মাদ্রাসার শিক্ষার্থী মো. সাহিদ আহমদ দ্বিতীয় স্থান ও চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মুয়াজ বিন আশরাফ তৃতীয় স্থান অর্জন করেন।

বিচারকের দায়িত্ব পালন করেন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেটের পরিচালক মাওলানা ওলিউর রহমান খান, আন-নূর তাহফিজুল কুরআন একাডেমির শিক্ষা সচিব আরিফ বিন রুস্তম, আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাতেম আহমদ।

প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ পুর্ব আলোচনায় সংগঠনের সদস্য মোসলেহ উদ্দিন চৌধুরী মিলনের সভাপতিত্বে  ও আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ মাওলানা আজিজুর রহমান, দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, চান্দিপুুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন, মুহাদ্দিস মাওলানা মোজাম্মিল হক, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ মারুফ আহমদ ঈসা, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা হাফেজ শাব্বির আহমদ সরদার প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *