দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটায় দিরাই রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের সভাপতির আয়োজনে নৈশভোজে অংশ নেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
এতে দিরাই রিপোর্টার্স ইউনিটি’র নির্বাহী সদস্য শিশির কুমার অধিকারী, সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান তালুকদার, আকতার সাদিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী, সদস্য সুব্রত কুমার দাস, জন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।