দাবদাহের পর কয়েক দিনের বৃষ্টিতে দেশজুড়ে তাপমাত্রা কমায় জনজীবনে যে স্বস্তি এসেছিল, তা ক্ষণস্থায়ী হতে চলেছে। এ মাসেই ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় শুক্রবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, “বৃষ্টি আরও তিন থেকে চারদিন থাকতে পারে বলে মনে হচ্ছে। দিনের কোনো এক সময়, অর্থাৎ ২৪ ঘণ্টায় একবার বৃষ্টি হতে পারে।”
এদিকে শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং পরদিন রবিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে।বৃষ্টির প্রবণতা কমে এলে আবারও তাপপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ প্রসঙ্গে জানতে চাইলে বজলুর রশিদ= বলেন, “দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চার দিন বৃষ্টি থাকবে এরপর তাপমাত্রা বাড়বে। যা রাজশাহী, চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ঢাকার তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ সেলসিয়াসের মধ্যে।
এই আবহাওয়াবিদ আরও বলেন, “এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারও তাপমাত্রাটা বাড়তে পারে। তাপমাত্রা বাড়বে এ মাসের ২০ তারিখের দিকে। তবে তা এপ্রিলের মতো প্রকট হবে না। কারণ এর মধ্যেই কোনো কোনোদিন বৃষ্টি হবে, তাই তাপ সহনীয় থাকবে। তবে মে মাসের শেষের দিকে জুনের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়বে আরও একধাপ। কারণ জুনের ১৫ তারিখ থেকে বর্ষাকাল শুরু হয়। এর আগে প্রকৃতি ড্রাইআউট হয়। তখন তাপমাত্রা বাড়বে।”
শেয়ার করুন