দুর্গাপুজা উপলক্ষ্যে কাউন্সিলর লিপনের শাড়ি-লুঙ্গি বিতরণ

সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপনের নিজস্ব তহবিল থেকে দুর্গাপুজা উপলক্ষ্যে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে কদমতলীতে আয়োজিত এক অনুষ্ঠানে নগরীর ২৬ নং ওয়ার্ডের ৮০০ সনাতন ধর্মালম্বীর মধ্যে এই অর্থ ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সভাপতিত্বে ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধাপক জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, মহনগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, শাহ আলম জুনেদ, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম সাহেদ, শাহিন আহমদ, এম এন ইসলাম, তেরা মিয়া, বিলাল আহমদ, সাইদুর রহমান জুনেল, সজিব আহমদ, নলি পাল, রাজিব, লিটু পাল, রাজু পাল প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *