স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম খুলনা জেলার দীঘলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ গাজী আরাফাত হোসেন কাইফ(২২),আরমান মুন্সী(২২) ও রাসেল মৃধা(২২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা খুলনা জেলার দীঘলিয়া থানার বারাকপুর গ্রামের মৃত গাজী জাকির হোসেন, গোলাম মুন্সী ও শাহজাহান মৃধার ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, অভয়নগর উপজেলার যশোর অভয়নগরের রকিবুল হত্যা ও সুব্রত মন্ডল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওসি ডিবি রুপন কুমার সরকারের নেতৃত্ব গঠিত একটি চৌকস টীম গতকাল ভোর চারটায় খুলনা জেলার দীঘলিয়া থানার বারাক পুর গ্রামে অভিযান পরিচালনা করে দেশীয়৷ ১টি ধারালো বলা, ৪টি ছোরাও ১টি চাপাতিসহ ৩জন আসামিকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন যার নম্বর ১৯।