তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সারাদেশের মানুষের। এই গরমে অফিস-বাসাবাড়ি, মার্কেট সর্বত্র এসি, ফ্যান, ফ্রিজসহ চার্জার ডিভাইস ব্যবহারের প্রবণতা বেশি। যার ফলে বিদ্যুতও অন্য সময়ের তুলনায় বেশি ব্যবহার হচ্ছে। এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নসরুল হামিদ লেখেন, তীব্র তাপদাহের সাথে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। তার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ বিভাগ উৎপাদন বাড়াতে সর্বাত্মকভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে রাত ৯ টায়। এসময় মোট ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ২২ এপ্রিল রাত ৯ টায়, ১৬,২৩৩ মেগাওয়াট।
শেয়ার করুন