দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে; আরও কয়েক দিন থাকার আশঙ্কা

বাংলাদেশ

চা-শিল্পাঞ্চল খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার- দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। হাওর, পাহাড়বেষ্টিত এ এলাকায় বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দুই দিন (২৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান,সকালে রেকর্ড করা তাপমাত্রার মতোই আরও কয়েক দিন এরকমই অবস্থা থাকবে বলে ধারনা করা হচ্ছে। সন্ধ্যা ও রাতের বেলা ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

চা বাগান এলাকার এক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় শীত বেশি। সন্ধ্যা বেলা আর মাঝ রাতে শীত আরো বেশি পড়ে। হাইল হাওর এলাকার বাসিন্ধা মাছ বিক্রেতা রহমান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *