
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রযুক্তি বান্ধব উদ্ভাবন ও সেবা তৈরি করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা সফলের আহবান জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা। সোমাবার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় আগামী ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র গঠনের সমূহ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকারের উদ্যোগ গুলো সফল করার ধারাবাহিকতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় র সার্বিক নির্দেশনায় মন্ত্রী পরিষদ বিভাগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে এটুআই এর উদ্যোগে দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা সফলের লক্ষ্যে সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন


