দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ স্লোগান এই শ্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনতে বড়, মাঝারি, ছোট তিন ক্যাটাগরীতে ৩৪ টি স্টলে বিভিন্ন প্রজাতির ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, রাজহাঁস, মুরগী, কবুতর, টার্কি, কোয়েল, ঘুঘু, পশুর খাবার ও ওষুধের স্টল ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ,জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক,উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মোঃ জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মোঃ শাহিন মিয়া,মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন