দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে নির্বাচনী প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকারের অভিযোগ তুলেছেন সাবেক এক ইউপি সদস্য। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য রায়হানুল ইসলাম রবিন। সম্প্রতি তাঁর পুত্র শিহাবুল ইসলাম অনয়কে জড়িয়ে একই গ্রামের হোটেল বাবুর্চি আজমান আলীর স্ত্রী আছমা আক্তার তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে দিয়ে দোয়ারাবাজার থানায় একটি ধর্ষণের মামলা করান। যা নিতান্তই মিথ্যা ও ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ তুলেছেন সাবেক ওই ইউপি সদস্য। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শামীম আহমদ চৌধুরীর একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। এরই জেরে সরকার দলের প্রতিপক্ষের লোকজনের ইন্ধনে আমার ছেলেকে জড়িয়ে ধর্ষণের ঘটনা সাজিয়ে মামলা দিয়ে আমার মান ক্ষুন্ন করে আসছে। অথচ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অধিকন্তু কোনো প্রকার তদন্ত ছাড়াই প্রতিপক্ষ রাজনৈতিক দলের বড় নেতাদের ইন্ধনে পুলিশও মামলা গ্রহণ করেছে আমার তা বোধগম্য নয়। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন। এব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন