সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটিতে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ মোজাক্কের হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোঃ মোজাক্কের হোসেন উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে ও লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মোঃ মোজাক্কের হোসেন লামাসানিয়া গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। ওই খুঁটির পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন