দোয়ারা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা টিলা গ্রামের বাসিন্দা ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম( ৭১)আর নেই ২১ সেপ্টেম্বর দুপুর ১,৩০মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে স্ত্রী ১পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুন গ্রাহী আত্মীয় সজন রেখে গেছেন। পারিবারিক সুত্রে যানাযায় আব্দুল হালিম দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস কিডনি ও বার্ধক্য
জনিত সমস্যায় ভোগ ছিলেন। আগামীকাল ( ২২) সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টেংরা হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আব্দুল হালিম বীর প্রতীকের আকর্ষিক মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারা বাজার উপজেলা শাখার সভাপতি জনাব সফিকুল ইসলাম বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,শাহজাহান আকন্দ। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। সুরমা ইউনিয়ন পরিষদে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রাথী হিসাবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।##