দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাসানোর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আবুল কাশেমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাবাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমকে মানবপাচারকারী মামলায় ফাসানো হয়েছে। উনি মানবপাচারকারীদের সাথে আদো জড়িত নয়।সে বাজারে সততা ও সুনামের সাথে ৩০ বছর যাবৎ স্টুডিও ব্যবসা করে আসছে।আবুল কাশেমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মাষ্টার কোরবান আলী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মাষ্টার কোরবান আলীর সাজানো মামলায় জেলহাজতে রয়েছেন। অবিলম্বে আবুল কাশেমের মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দিতে হবে নতুবা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী কঠোর আন্দোলনের কর্মসূচী দিবেন বলে হুসিয়ারি দিয়েছেন। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল কালাম সরকার, মুনসুর আহমেদ, আবু তাহের মিসবাহ, জোবায়ের আহমেদ, ইমান হোসেন,আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ীবৃন্দ,সুশীল সমাজের নেতৃনৃন্দ,এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন