দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ দোয়ারাবাজারে সুরমা নদী হতে মাইনুদ্দিন (১৮) নামের এক বোবা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টেংরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা সদরস্থ লোকনাথ জুয়েলারী ওয়ার্কশপের পিছন সংলগ্ন সুরমা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধরের নেৃতত্বে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এএসপি (সার্কেল) রনজয় মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত বছরের ভয়াবহ সর্বনাশা বন্যার দুঃসময়ে কেড়ে নিল নিহত মাইনুদ্দিনের বড় ভাই সাদ্দাম ও জারিপের তাজা দুটি প্রাণ। সে সময় বজ্রাঘাতে স্থানীয় খাসিয়ামারা নদীতে পড়ে দুই ভাই একই সাথে মারা যান। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। #
শেয়ার করুন