ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ছাত্রলীগের

রাজনীতি

ধর্মীয় ইস্যুতে সতর্ক থাকতে নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছে ছাত্রলীগ। এ ইস্যুতে অযাচিত কোনো বক্তব্য কিংবা সংগঠনকে না জানিয়ে মামলা করতেও নিষেধ করা হয়েছে। একইসঙ্গে আসন্ন দুর্গা পূজায় যাতে কেউ নাশকতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ সংগঠনটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়সহ সব শাখায় এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।ছাত্রলীগের নেতারা জানান, সংগঠনের পদধারী বা ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ যাতে কারও ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে সবাইকে। গুজব, নাশকতা বা চক্রান্তের কোনো তথ্য পেলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক সজীব নাথ সূত্রে জানা যায়, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এই বার্তা সংগঠনের সব পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে।

সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রীতম দাশ নামে একজনের বিরুদ্ধে ‘ইসলাম অবমাননা’র অভিযোগ তোলেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন। আর তার বিরুদ্ধে মামলা করেন তথাকথিত ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

লেখক বলেছিলেন, ‘ছাত্রলীগের কেউ যদি সাম্প্রদায়িক উসকানিমূলক কাজে জড়িত থাকেন এবং এ ধরনের মামলার বাদী হন, তবে তারা আদর্শবিচ্যুত কর্মী। যারা সাম্প্রদায়িক উসকানি দেয় এবং এমন মামলার বাদী হয়, তারা কোনোভাবেই ছাত্রলীগের কেউ হতে পারে না। কারণ ছাত্রলীগের মূল নীতি না জানলে, না মানলে সে কীভাবে ছাত্রলীগের কর্মী হবে?’

প্রীতম পাকিস্তানের দুর্দশা নিয়ে দেশটির জনপ্রিয় লেখক মান্টোর একটি উক্তি ৮ জুলাই ফেসবুকে পোস্ট করেছিলেন। প্রীতমের ওই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান আবেদ হোসেন। তার ওই পোস্টের পর শ্রীমঙ্গলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রীতম দাশকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠন অভিযোগ তোলে ‘আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশকে আবারও সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আর যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক ছাত্রলীগ। নেতাকর্মীদের এ বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। অতি উৎসাহে কেউ যাতে মামলা না করে বা ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে বক্তব্য না দেয় সেটা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে।’

শ্রীমঙ্গলের ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগাম পদক্ষেপ নিচ্ছে ছাত্রলীগ। এ ঘটনায় জড়িত আবেদ ও মাহবুবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে লেখক জানান, ‘আবেদকে সতর্ক করা হয়েছে। আর মাহবুব ছাত্রলীগের কেউ নন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *