নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মৌলভীবাজার

দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা-উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারই প্রতিফলন দেখা গেছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে।

ধর্ষণের ঘটনায় প্রতিবাদ  জানাতে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা সোমবার  সন্ধ্যায় নেমে এসেছিলেন রাস্তায়। বিক্ষোভ থেকে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির  দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান  এমসি কলেজের সাধারন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

সেই সময় তাঁরা, তুমি কে আমি কে? আছিয়া আছিয়া, রশি লাগলে রশি দে ধর্ষকদের ফাঁসি দে সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, ধর্ষণের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও বড় কর্মসূচি পালন করবেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *