‘নিখোঁজ’ আনসারের পরিবারের পাশে ইলিয়াসপত্নী লুনা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে শনিবার (২০ জানুয়ারী) বিকেলে নিখোঁজ এম ইলিয়াস আলীর গাড়ি চালক নিখোঁজ আনসার আলীর শোকাহত পরিবারকে দেখতে গেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
এসময় তিনি বলেন, ২০১৪ সালের ১৭ই এপ্রিল জননেতা এম. ইলিয়াস আলীর সাথে নিখোঁজ হয় তাঁর সঙ্গে থাকা গাড়ি চালক আনসার আলীও। তাদের নিখোঁজের র্দীঘ প্রায় এক যুগ হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারের আইন প্রয়োগকারী সংস্থা র‌্যাব-পুলিশ কেউ তাদের উদ্ধার করতে পারেনি, থেমে গেছে উদ্ধার তৎপরতাও। রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজনসহ আমাদের পরিবারের সদস্যরাও জানেন না কোথায় আছেন তারা। এদিকে নিখোঁজ ছেলে আনসারের অপেক্ষায় একযুগ পার করলেও অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মা নূরজাহান বেগম।

এসময় লুনার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নূল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সদস্য জাহিদুল ইসলাম, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরফান আলী, সুলতান মিয়া, ধন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, বিএনপি নেতা বাদশা মিয়া, লিয়াকত মিয়া, আবু সৈয়দ, সমছু মিয়া, ইরন মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, নিজাম উদ্দিন, জলাল উদ্দিন, সদস্য সচিব গোলাম আকবর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *